ফেনীর ছাগলনাইয়ায় থানা পাড়া এলাকায় কুয়েত প্রবাসী শহীদ উল্লাহর নির্মাণাধীন সেফটি ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে অন্য শ্রমিকেরা কাজ করতে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ছাগলনাইয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল থেকে মৃত দুই শ্রমিককে পুলিশের নিকট হস্তান্তর করেন। মৃত দুইজন হলেন বাগেরহাটের কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩০),অন্যজন খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (২৫)। ছাগলনাইয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকের ভিতর জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, সেফটি ট্যাংকটির সেন্টারিং খোলার জন্য শ্রমিকরা ভিতরে প্রবেশ করলে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যায় তারা।