ছাগলনাইয়া উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ছাগলনইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভায় সংগঠনের চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ খোন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেডের ডিরেক্টর ( জ অঞ্চল) আশীষ কুমার দাশ। কোষাধ্যক্ষ মো: তোহিদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক আবু রোশন, প্রধান শিক্ষক সামছুল আরিফ খোন্দকার প্রমূখ। উপস্হিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মনছুর হোসেন, মোহাম্মদ মাঈনুল ইসলাম ভুঁইয়া। ২য় পর্বে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: ইকবাল হোসেন ভুঁইয়া। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন চেয়ারম্যান পদে শিক্ষক আবু রোশন, ভাইস চেয়ারম্যান মো: করিম উল্যাহ ভুঁঞা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মো: তোহিদুল আলম, পরিচালক মীর মোশারফ হোসেন ও শাহেদুল আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ কমিটি আগামী তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করবে।