ছাগলনাইয়ায় উৎসব মুখর পরিবেশে জাহিদুল হাই রন্টি স্মৃতি বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে। ইম্পীরিয়্যাল স্কুলের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ি আবছারুল হাই উজ্জ্বলের সহযোগীতায় প্রথম বারের মতো জাহিদুল হাই রনি স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।ছাগলনাইয়া পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইম্পীরিয়্যাল স্কুলে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলার ৩০টি বিদ্যালয় থেকে ৩য় ও ৪র্থ শ্রেণীর সাড়ে ৩শতাধিক পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উপস্হিত ছিলেন ইম্পীরিয়্যাল স্কুলের সভাপতি নুর হোসেন মজুমদার, প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সালাম সরকার, ইম্পীরিয়্যাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর আবছারুল হাই উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, পরিচালক( প্রশাসন) খালেদা আক্তার, পরিচালক ফজলুল হক ফজলু ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু প্রমূখ।
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন মো: ইউনুস, সহকারী হল সুপার ছিলেন তৌহিদুল আলম বুলু। ২০০৩সালের ৩মার্চ জাহিদুল হাই রন্টি আকস্মিক মৃত্যুবরণ করেন।