ছাগলনাইয়ায় জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্হানীয় ডাকবাংলোয় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার। উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ভুঁইয়া রিপনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক,
রেজাউল করিম সরকার সোহাগ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহসভাপতি সিরাজ উদ-দৌলা পাটোয়ারী, মাহমুদা আক্তার, মোহাম্মদ আলী, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, মহামায়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল প্রমূখ। আলোচনা সভা শেষে কেককাটা ও বর্নাঢ্য
র্যালী বের করা হয়।