ছাগলনাইয়ায় বিএনপি জামায়াতের হরতাল অবরোধের প্রতিবাদে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়া শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি নুরুল আমিন। উপস্হিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন , ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, পৌর জাসদের সভাপতি মিজানুর রহমান মিলন।