ছাগলনাইয়ায় উৎসব মুখর পরিবেশে
বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশন শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে। বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কপিল উদ্দিন মজুমদারের পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫মশ্রেণীর ৪৬৭ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উপস্হিত ছিলেন বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কপিল উদ্দিন মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল বেলাল ভুঁঞা, বিদ্যোৎসাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, অভিভাবক সদস্য কামরুজ্জামান মজুমদার বাবলু, কাউন্সিলর কাজী নুর আলম, সাবেক কাউন্সিলর আবদুল হাদী প্রমূখ।