ছাগলনাইয়ায় শিক্ষা উপকরণ পেল সহস্রাধিক শিক্ষার্থী। কোস্টাল ক্যারিয়ারস লি : এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক
আহমেদ মাহী রাসেলের উদ্যোগে শনিবার বিকেলে চাঁদগাজী স্কুল ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম কমল। মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মিনুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রাশেদা আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি তদন্ত মো: ইকবাল হোসেন, বিশিষ্ট কবি ওবায়দুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম, চাঁদগাজী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরল আলম, ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম প্রমূখ।