ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনৃষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা। সহকারি শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: জাকির হোসেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুর ইসলাম। উপস্হিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য তাসলিমা আক্তার, সহকারি শিক্ষক শামীমা আক্তার,রোকসানা আক্তার, এমদাদ হোসেন প্রমূখ।