ছাগলনাইয়ায় সামাজিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির উদ্যোগে ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে অতিথি ছিলেন দাতা মোহাম্মদ আলাউদ্দিন কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটর সাব্বির আহম্মেদ, ছাগলনাইয়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু।
উপস্থিত ছিলেন পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ানম্যান ফয়সল ভূঁইয়া, সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ সায়েম, পরিচালক অর্থ জিয়াউল হক মিলন, পরিচালক ট্রেনিং ও কর্মসংস্থান রাকিবুল হাসান রিকু, পরিচালক দপ্তর কাজী আশরাফ নিপুন ব্যবসায়ি রিয়াজ সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।
শেষে সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে পঙ্গুত্ব বরণকারী
আবুল কালাম আজাদকে ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়।