ছাগলনাইয়া ফুটবল একাডেমির জার্সি উম্মোচন করা হয়েছে। সোমবার রাতে ছাগলনাইয়া কলেজ রোডে এ সময় উপস্হিত ছিলেন ছাগলনাইয়া ফুটবল একাডেমির পরিচালক আবু তাহের বাবুল, পরিচালক বিশিষ্ট ব্যবসায়ি বদরুদ্দোজা ভুঁঞা তারেক, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, ফুটবল একাডেমির সাধারণ সস্পাদক সাইদুল হক, টিম ম্যানেজার নুর মোহাম্মদ ননী, কোচ নুরুল আফসার রাসেল, ব্যবসায়ি মুন্সি আনোয়ার হোসেন, সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল প্রমূখ। জার্সি স্পন্সর করেন ওসমান মোটর এর স্বত্ত্বাধিকারী মো: ওসমান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বিএফএফ একাডেমী চ্যাস্পিয়নশীপ ২০২৩-২৪ এর উদ্বোধনী খেলা মঙ্গলবার দুপুর ১২টায় ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ছাগলনাইয়া ফুটবল একাডেমী ও ফেনী ফুটবল একাডেমী অংশ নিবে।