ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে আইয়োব দারোগা নূরানী মাদ্রাসা, হিফজ ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্যুরিস্ট পুলিশের ওসি মোঃ আইয়োবের সভাপতিত্বে ও জিয়া উদ্দিন সবুজের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী আবু আহমদ ভূঁইয়া,ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক,ফেনী জেলা জুয়েলারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন,ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শিমুল মহন্ত,মাদ্রাসার কার্যকরী সভাপতি আবদুল হক,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মজুমদার, শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহ উল্লাহ, নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহীম, ছাগলনাইয়া কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শহীদ উল্লাহ, সমাজসেবক আবদুল হক প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী দ্বীনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
এ মাদ্রাসাটি অত্র এলাকার দরিদ্র, অসহায়, ঝড়ে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আইয়োব।