সুলতান আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নিলো সাড়ে ৪ হাজার শিক্ষার্থী। শনিবার ফেনীর ৮টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সুলতান আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আজিমুল হক আজিম জানান, ফেনী সদর, ছাগলনাইয়া,ফুলগাজী ও পরশুরাম উপজেলার মোট ৮ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষায় ১৫৩টি মাদ্রাসা ও স্কুলের ১ম থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে ছাগলনাইয়া একাডেমি স্কুলের কেন্দ্র পরিদর্শনকালে
সুলতান আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার বলেন,কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, তাদের সান্নিধ্য ও সম্মানীত করার জন্য শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। আরো মেধাবী সৃষ্টি করতে এ প্রতিযোগীতামূলক বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও গরীব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহযোগিতা করা হবে।
এ ক্ষেত্রে ছাত্র- ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও অংশীজনদের সার্বিক সহযোগিতা কামনা করেন