ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজারে নৌকার সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পথ সভায় পৌর মেয়র এম মোস্তফার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী ১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাসদ নেতা শিরীন আখতার এমপি, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমূখ।