ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া ডাকবাংলোয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্প্দক নুরুল হক, দপ্তর সম্পাদক আবদুর বাকী চৌধুরী শিমুল, কাউন্সিলর হাবীবুর রহমান পাটেয়ারী প্রমূখ। অনুষ্ঠানে পৌরসভার দু’শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।