প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ছাগলনাইয়ায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাগলনাইয়া প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও বিবি জুলেখা শিল্পি , উপজেলা কৃষক লীগের সভাপতি মনির আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা রিক্তা রানী হাজারী প্রমুখ। শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেলা বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় মেলার প্রায় অর্ধশত স্টলে গরু, ছাগল, ভেড়া, দুম্বাসহ কয়েক প্রজাতের পোষা প্রাণী রয়েছে। ২২ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে সেরা খামারিদেরকে পুরস্কৃত করা হবে।