ছাগলনাইয়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনকালে আলাউদ্দিন নাসিম চৌধুরী এমপি
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে দেশের বেকার যুবকেরা
স্মার্ট লার্নিং, স্মার্ট আর্নিং এই স্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়ায় তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করেছে ছাগলনাইয়া উপজেলা তথ্য ও যোগাযোগ কার্যালয় ও উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ব্যবস্থানায় ২৫ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।
শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মদ শাহীনা আক্তারের সভাপতিত্বে ছাগলনাইয়া উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাশেদুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ওসি হাসান ইমাম, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল। বক্তব্য রাখেন, প্রশিক্ষক আলা উদ্দিন, মোঃ এনায়েত উল্যাহ সোহেল, ফ্রিল্যান্সার জহিরুল কাইয়ুম, আবদুল্লাহ আল মাসুম, সালমান মুনতাসীর ফাহিদ, সাবরিন ফারহা ফারিহা।
এসময় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি বলেন, বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক। তারা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু চাকরির আশায় বসে থাকলে হবে না, প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্যকেও প্রশিক্ষণ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।