১লা ফেব্রুয়ারি (শনিবার) ফেনী শহরের ফেনী লায়ন্স ফ্যামেলি কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রদত্ত, ফেনী জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শতাধিক কম্বল ফেনী মুহুরী লিও ক্লাবের তত্ত্বাবধানে বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ও ফেনী মুহুরী লিও ক্লাবের ফাউন্ডার লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ক্লাবের চার্টার অ্যাডভাইজর লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, ফেনী প্রেসক্লাব ও লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর পাস্ট প্রেসিডেন্ট লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁঞা ও লায়ন্স ক্লাব অফ ফেনী সিটির প্রেসিডেন্ট লায়ন দ্বীন মোহাম্মদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও আহনাফ উল হক ভূঁঞা, সেক্রেটারি লিও নাদিয়া আক্তার, ট্রেজারার লিও সাজিদ উল হক ভূঁঞা, জয়েন্ট সেক্রেটারি লিও আদৃতা তাবাসসুম অমি, জয়েন্ট ট্রেজারার মিশকাতুল জান্নাত জেসী, সার্জেন্ট শাহরিয়ার হাসান, কো-অর্ডিনেটর লিও নূর হোসেনসহ ক্লাবের লিও নেতৃবৃন্দ।